কলকাতা: অযোধ্যা মামলার রায় শুনে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের লোকসভার সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বাংলনিউজকে বলেন, ‘আমি রায় শুনে অবাক হয়েছি।
তিনি আরো বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টে গেলে সব বোঝা যাবে। ’
সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে কোটি কোটি মানুষের সমস্যা আছে। সবাই মিলে এগিয়ে না এলে অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। ’
ভারতের সাবেক এ স্পিকার বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এরকম একটা মামলা নিয়ে আজ সারা দেশে ব্যবসা তৈরি হয়েছে। আমাদের মতো ঐতিহ্যশালী দেশে এটা কখনও কাম্য নয়। মুসলিমের ভারত, হিন্দুর ভারত হতে পারে না। ভারতবর্ষ একটাই এবং তা সবার। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, সেপ্টেম্বর২, ২০১০