ঢাকা : সহিংসতা বিক্ষুব্ধ সিরিয়ায় একটি আবাসিক ভবন বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলীয় হামা নগরীর মাসা আতায়ার এলাকায় অবস্থিত ভবনটি বিস্ফোরণে সম্পূর্ণভাবে ধ্বংসস্তুপে পরিনত হয়।
সিরিয়ার বিরোধী আন্দোলনকারীদের সংগঠন লোকাল কো অর্ডিনেশন কমিটি(এলসিসি) জানিয়েছে, হামার দক্ষিণাঞ্চলীয় মাশা আতায়ার এলাকায় অবস্থিত ওই ভবনটিতে সিরীয় সেনাদের ছোড়া একটি রকেট আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।
রকেটটি সম্ভবত স্কাড ক্ষেপণাস্ত্র ছিলো বলে দাবি করে তারা। তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন নারী ও ১৩ টি শিশু আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ভবনের ধ্বংসস্তুপের নীচে আরো মৃতদেহ চাপা পড়ে আছে বলে জানিয়েছে তারা। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামার উপকন্ঠে অবস্থিত মাশা আত্তায়ারায় মূলত দরিদ্র লোকজনের বাস। এখানকার বেশির ভাগ বাড়িতেই হোমস থেকে পালিয়ে আসা শরণার্থীরা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রতিদিনই সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ায় প্রতিহিংসাবশত এই এলাকা লক্ষ করে রকেট ছোড়া হয় বলে দাবি করে তারা।
দুইদিন আগেও হামার অপর একটি এলাকায় সিরীয় বাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ২৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এছাড়াও এ সময় আহত হন অপর ৬০ জন।
এদিকে মাসহা আতায়ারের বিস্ফোরণের ব্যাপারে সিরীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, বিদ্রোহী ‘সন্ত্রাসীদের’ একটি বোমা বানানোর কারখানায় সংঘটিত বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর