ঢাকা: নাইজেরিয়ার রাজধানী আবুজা এবং উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে একটি পত্রিকা অফিসে বৃহস্পতিবার পৃথক দু’টি বোমা হামলায় ছয় জন নিহত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দিসডে (ThisDay) নামের একটি দৈনিকে এ হামলায় আবুজাতে তিন জন নিহত হয়েছে।
উদ্ধার কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কাদুনাতে হামলাকারীসহ তিন জন নিহত হয়েছে।
কাদুনাতে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার মুখপাত্র হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
নাইজেরিয়া রেডক্রসের একজন মুখপাত্র নওয়াকপা নওয়াকপা জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী আবুজায় দিসডে পত্রিকার মূল ফটক দিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে।
এ হামলায় নওয়াকপা নিজেও আহত হয়েছেন।
পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে।
তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর