ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পত্রিকা অফিসে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, এপ্রিল ২৬, ২০১২
নাইজেরিয়ায় পত্রিকা অফিসে হামলা, নিহত ৬

ঢাকা: নাইজেরিয়ার রাজধানী আবুজা এবং উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে একটি পত্রিকা অফিসে বৃহস্পতিবার পৃথক দু’টি বোমা হামলায় ছয় জন নিহত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দিসডে (ThisDay) নামের একটি দৈনিকে এ হামলায় আবুজাতে তিন জন নিহত হয়েছে।

কাদুনাতে একই দৈনিকের কার্যালয়ে বোমা বিস্ফোরণে আরো তিন জন নিহত হয়েছে।

উদ্ধার কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কাদুনাতে হামলাকারীসহ তিন জন নিহত হয়েছে।

কাদুনাতে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার মুখপাত্র হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

নাইজেরিয়া রেডক্রসের একজন মুখপাত্র নওয়াকপা নওয়াকপা জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী আবুজায় দিসডে পত্রিকার মূল ফটক দিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে।

এ হামলায় নওয়াকপা নিজেও আহত হয়েছেন।

পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে।

তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।