লন্ডন: পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ বলেছেন, তার শাসনামলে অনেক ভুলভ্রান্তি হয়েছে। আর এ ভুলের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে।
লন্ডনে শুক্রবার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণার অনুষ্ঠানে মোশাররফ এসব কথা বলেন। তার দলের নাম ‘অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল)।
পাকিস্তানের জিও টেলিভিশনের এক প্রতিবেদকের কাছে মোশাররফ বলেন, স্বজনপ্রীতি এবং দুর্নীতি যে কোনো দেশের জন্য সমস্য। আর পাকিস্তান এনিয়েই চলছে।
তিনি আরও বলেন অভ্যন্তরিন এবং বহিঃবিশ্বের হুমকি শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
মোশাররফ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় আমি বিশ্বাসী। আমি একটি বিশুদ্ধ রাজনীতি শুরু করতে চাই।
পারভেজ মোশাররফ জানান, তার দলের গঠনতন্ত্র তৈরী হবে পবিত্র কোরআন, ১৯৪৭ সালের ১১ আগস্টে সংসদে মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ এবং ১৯৪৯ সালের ১২ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের করা প্রথম সংবিধান সংশোধনের ভিত্তিতে।
বাংলাদেশ সময় ১৬৩৫, অক্টোবর০২, ২০১০