ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় পার্লামেন্টের নিরাপত্তায় নতুন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, এপ্রিল ২৬, ২০১২
ভারতীয় পার্লামেন্টের নিরাপত্তায় নতুন বাহিনী

ঢাকা : ভারতীয় পার্লামেন্ট ভবন ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন অনুমোদন করেছে ভারতীয় সরকার। ভারতীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে এই বাহিনীর জন্য বাছাই করা ১ হাজার ৫ শত সদস্যের একটি শক্তিশালী ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

পার্লামেন্ট ডিউটি গ্রুপ( পিডিজি) নামের এই নতুন বাহিনী পরিচালিত হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বিশেষ এই বাহিনী শুধুমাত্র পার্লামেন্ট কমপ্লেক্স এলাকার সুরক্ষায় নিয়োজিত থাকবে। উল্লেখ্য ভারতীয় পার্লামেন্ট ভবন ২০০১ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়।

খুব শীগগিরই এই বাহিনীকে কর্তব্যস্থলে মোতায়েন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে একজন অতিরিক্ত সচিব এই নবগঠিত বাহিনীর প্রশাসনিক তত্বাবধান করবেন। তিনি নবগঠিত বাহিনী, দিল্লি পুলিশ এবং সিআরপিএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয় রক্ষার দায়িত্বে থাকবেন।

পিডিজির সদস্যদের চার বছরের জন্য বাহিনীতে নিয়োগ দেওয়া হবে। সিআরপিএফের বিশেষ কমান্ডো কোর্স সম্পন্ন করা সদস্যদেরই শুধুমাত্র এই বাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

বর্তমানে বিভিন্ন ব্যাটেলিয়ানের সদস্য নিয়ে গঠিত সিআরপিএফের একটি মিশ্র একটি ইউনিট ভারতীয় পার্লামেন্ট কমপ্লেক্সের নিরাপত্তার দেখভাল করছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।