ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এক বছর বয়সে বিয়ে, ১৭ বছরে বিচ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, এপ্রিল ২৬, ২০১২
এক বছর বয়সে বিয়ে, ১৭ বছরে বিচ্ছেদ!

ঢাকা: কনের বয়স মাত্র এক বছর আর বরের বয়স তিন বছর। বিয়েটা হয়েছিল দুই পরিবারের সম্মতিতেই।

এটা অবশ্য স্থানীয় সংস্কৃতি। তাই কারো পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। কিন্তু বিপত্তি দেখা দিল ১৭ বছর পর এসে। সেই শিশু কনের বর্তমান বয়স ১৮ বছর। তারই প্রবল আপত্তির মুখে শেষ পর্যন্ত বিয়েটা ভেঙেই গেল।

বাল্য বিয়ের এ বিস্ময়কর, দুঃখজনক একই সঙ্গে প্রেরণাদায়ক ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের প্রত্যন্ত এলাকায়।

কনে লক্ষ্মী সারগারার বর্তমান বয়স ১৮ বছর আর বর রাকেশের বয়স ২০। ১৭ বছর আগে উভয়ের অজান্তে হওয়া বিয়েটা ভেঙে দিয়ে এখন তারা আলাদা স্বাধীন জীবনের কথা ভাবছেন। এ ঘটনাটি বাল্য বিয়ে সংস্কৃতির মূলে একটি কুঠারাঘাত বলেই বিবেচনা করছেন স্থানীয় মানবাধিকার কর্মী কৃতি ভারতী।

বিয়ের ব্যাপারে লক্ষ্মী বলেন, আমি আমার বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিলাম না। তবে তিনি এখন নিজেকে স্বাধীন মনে করছেন।

বড় হয়ে লক্ষ্মী যখন বুঝতে পারলেন তিনি বিবাহিত তখন বাবা-মার কাছে তার আপত্তির কথা জানালেন। কিন্তু পরিবারের লোকজন এতে রাজি না হওয়ায় তিনি স্থানীয় শিশু অধিকারকর্মী কৃতি ভারতীর কাছে ছুটে যান।

সবকিছু শুনে ভারতী উভয় পরিবারকে বিষয়টি বুঝানোর চেষ্টা করেন এবং সফল হন। বিয়েটা ভেঙে দিতে রাকেশ প্রথমে রাজি না হলেও লক্ষ্মীর তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত তিনি মানতে বাধ্য হন।

অবশেষে উভয় পরিবারের সম্মতিতেই আশ্চর্য বিয়েটি ভেঙে যায়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।