ঢাকা : নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের তিন বিধবা স্ত্রী এবং তাদের সন্তানদের শুক্রবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে সৌদি আরব পাঠানো হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
গোয়েন্দা কর্মকর্তরা জানিয়েছেন, ইসলামাবাদের বাড়ি থেকে একটি মিনিবাসে করে কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ফ্লাইটে করে তাদের সৌদি পাঠানো হয়েছে। বিন লাদেনের তিন স্ত্রীর ১১ সন্তান রয়েছে বলে ধারণা করা হয়।
গত ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনী সিলের অভিযানে নিহত হন বিন লাদেন। এর পরই সে বাড়ি থেকে বিন লাদেনের তিন স্ত্রী এবং সন্তানদের নিজেদের হেফাজতে নেয় পাকিস্তান। পরে তিন স্ত্রী এবং বড় দুই সন্তানের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তানে অবস্থানের অভিযোগ আনা হয়। গত সপ্তাহে তাদের ৪৫ দিনের কারাদণ্ডাদেশের সমাপ্তি ঘটেছে। তাদের পাকিস্তান থেকে বহিষ্কারেরও আদেশ দিয়েছিলেন আদালত।
বিন লাদেনের স্ত্রীদের এবং তাদের সন্তানদের রাজধানী ইসলামাবাদের একটি সাব-জেলে রাখা হয়েছিল।
বিন লাদেন পরিবারের দায়িত্ব নেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক বিন লাদেন পরিবারের ১৪ সদস্যকে দেশের বাইরে পাঠানো হয়েছে।
আরো বলা হয়, পরিবারের সব সদস্য একটি অতিথিশালায় নিরাপদে এবং ভাল অবস্থাতেই ছিল। তাদের পছন্দমতো দেশেই পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর