ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, এপ্রিল ২৭, ২০১২
মার্কিন সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির নতুন অভিযোগ

ঢাকা : কলম্বিয়ার পর এবার এল সালভাদরে যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠেছে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের বিরুদ্ধে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা এ অভিযোগের তদন্ত করছে।



সিক্রেট সার্ভিস মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার কাজে নিযুক্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বাহিনীর বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, ২০১১ সালে এল সালভাদরে নারীর নগ্নদেহ প্রদর্শনের ক্লাবে যৌনকর্মী ভাড়া করেছিল।

এ ব্যাপারে ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এলিজা কামিংস বলেছেন, সিক্রেট সার্ভিস পরিচালক এ অভিযোগের ব্যাপারে এখনো ‘বিশ্বাসযোগ্য’ কোনো প্রমাণ পাননি।

সম্প্রতি কলম্বিয়ায় প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তার কাজে নিয়োজিত সিক্রেট সার্ভিসের ১১ সদস্যের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠে। পরে এর দায় নিয়ে আটজন সদস্য পদত্যাগও করে। এ ঘটনার পরেই এল সালভাদরে এমন অপরাধ সংঘটনের অভিযোগ উঠল।

চলতি মাসের প্রথম দিকে কলম্বিয়ায় আমেরিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান ওবামা। এসময় রাজধানী কার্তাজেনার একটি হোটেলে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের সদস্যদের কক্ষে ২০ জন যৌনকর্মীকে পাওয়া যায়।

এ ঘটনায় এখন আরো ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে, এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশে বিদেশে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে মধ্যে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।