ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে বিতর্কিত সাইবার নিরাপত্তা বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, এপ্রিল ২৭, ২০১২
মার্কিন কংগ্রেসে বিতর্কিত সাইবার নিরাপত্তা বিল পাস

ঢাকা : যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে সাইবার হামলা থেকে বাঁচাতে গত বৃহস্পতিবার একটি বিল পাস কংগ্রেসের প্রতিনিধি কক্ষ। তবে সমালোচকরা বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানকে মানুষের ব্যক্তিগত তথ্য-উপাত্তে প্রবেশাধিকার দেওয়ার এ আইন নাগরিক স্বাধীনতা খর্ব করবে।



হোয়াইট হাউসের আপত্তি এবং ভেটো দেওয়ার হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি কক্ষে ‘সাইবার ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট’ (সিআইএসপিএ) ২৪৮-১৬২ ভোটে পাস হয়।

তবে সিনেট যেহেতু ডেমোক্যাটদের নিয়ন্ত্রণে সেহেতু সেখানে গিয়ে এই বিলের ভাগ্য ঝুলে যেতে পারে। তারপরও এ আইনের সমর্থকরা বিশেষ করে হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক রজার বলছেন, বাইরের হামলার কারণে কম্পিউটার সিস্টেম ভয়াবহ রকম অরক্ষিত হয়ে পড়েছে। এ কারণে এ ধরনের আইন খুবই জরুরি।

তিনি বলেন, ‘চীন এবং রাশিয়ার মতো আরো কয়েকটি দেশ থেকে যেভাবে সাইবার চৌর্যবৃত্তি চলছে এবং সে কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে তো আমরা বসে থাকতে পারি না। ’

এই বিলের বিরুদ্ধে সমালোচনা আসার কারণ হলো- এ আইন বলে বেসরকারি কোম্পানিগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে মানুষের একান্ত ব্যক্তিগত তথ্য বিনিময় করতে পারবে।

তবে ইতোমধ্যেই ফেসবুক এবং মাইক্রোসফটসহ যোগাযোগ কোম্পানি ভেরিজোন এবং এটি & টি আইনটি সমর্থন করেছে বলে জানা গেছে।

হোয়াইট হাউজ অবশ্য বিলটি নিয়ে আপত্তি করেছে। তারা বলেছে, খসড়া আইনটির মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময়ের ক্ষেত্রে যথেষ্ট সীমা নির্ধারণের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এছাড়া তথ্যগুলো সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কি না সে ব্যাপারে কোনো পর্যবেক্ষণ বা জবাবদিহিতার ব্যবস্থা নেই।

রিপাবলিকানদের মধ্যেও অনেকে এ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তারা বলছেন, এ বিল খুবই অস্পষ্ট। এর ফলে আমেরিকার জনগণের ব্যক্তিগত নিরাপত্তা উপেক্ষিত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।