ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন বব ডিলান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, এপ্রিল ২৭, ২০১২
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন বব ডিলান

ঢাকা: সঙ্গীত কিংবদন্তী বব ডিলান যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১৩ জন ব্যক্তি এ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’ পদকে ভূষিত হয়েছেন।



বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিলানকে ‘মেডেল অব ফ্রিডম’ পদকের জন্য মনোনীত করার বিষয়টি জানায় হোয়াইট হাউজ। নোবেল বিজয়ী লেখিকা টনি মরিসনও এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন বলে জানানো হয়েছে।

বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘অত্যন্ত সম্মানিত এই ব্যক্তিদ্বয় তাদের আলদা কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কর্মের মাধ্যমে তারা আমাদের জাতির জীবনিশক্তিতে কিছু না কিছু অবদান রেখে এসেছেন। ’

তিনি বলেন, ‘তাদের কর্ম আমাদের নাড়া দিয়েছে, আমাদের অনুপ্রাণিত করেছে। পৃথিবীকে আরো সুন্দর ও বাসযোগ্য করতে তারা অবদান রেখেছেন। আমি এই পদকের মাধ্যমে তাদের কৃতিত্ব ও অর্জনকে স্বীকৃতি দিতে চাই। ’

বব ডিলান সম্বন্ধে বিবৃতিতে বলা হয়, ‘অর্ধ শতাব্দী ধরে বব ডিলান নিঃসন্দেহে লোকসঙ্গীত ও রক উভয় ঘরানার সঙ্গীতেই নেতৃস্থানীয় কিংবদন্তী। সঙ্গীতের মাধ্যমে তিনি ষাটের দশকের নাগরিক ও শ্রমিক অধিকার আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করেছেন। ’

টনি মরিসনকে মেডাল অব ফ্রিডমের জন্য মনোনীত করে শিল্প ও সাহিত্য জগৎকে সম্মানিত করল। সম্মানজনক পুলিৎজার পুরস্কার বিজয়ী এই লেখিকা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে ১৯৯৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে সাড়া জাগানো উপন্যাসগুলোর মধ্যে ‘বিলাভেড’ সহ অনেকগুলোই চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

এর আগে রাজনীতিবিদদের মধ্যে মেডাল অব ফ্রিডম প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকায় আছেন- যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট। ইতিহাসের প্রথম নারী হিসেবে তিনি এই পদক লাভ করেন। পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজও এই পদকে ভূষিত হয়েছেন।

মেডাল অব ফ্রিডম বিজয়ী অন্যরা হলেন- মার্কিন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক জন পল স্টিভেন্স, যিনি মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করেন।

কুখ্যাত ওয়াটার গেট কেলেঙ্কারি মামলার সরকারি কৌঁসুলি জন ডোয়েরও এই পদকে ভূষিত হন।

সত্তরের দশকে পৃথিবী থেকে গুটি বসন্ত নির্মূলে অন্যতম পথিকৃৎ প্রখ্যাত চিকিৎসক উইলিয়াম ফগও এই পদক লাভ করেন। এছাড়া ৭৭ বছর বয়সে মহাকাশে গিয়ে সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়ার গৌরব অর্জনকারী মার্কিন মহাকাশচারী ও সিনেটর জন গ্লেন এই পদক লাভ করেছেন।

পদকপ্রাপ্ত অন্যদের মধ্যে আরো আছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিবাদী কণ্ঠ জাপানি আমেরিকান গর্ডন হিরাবায়েশি এবং ক্যালিফোর্নিয়ায় আগত মেক্সিকান অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিখ্যাত শ্রম অধিকারকর্মী দোলেরেস হোয়ের্তা।

এ তালিকায় আরো আছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিংবদন্তী পোলিশ প্রতিরোধকর্মী জান কার্সকি। গার্লস স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা জুলিয়েট গর্ডন ল এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ বিজয়ী বাস্কেটবল কোচ প্যাট সামিট। আলঝেইমার রোগের ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজেও তার নাম অগ্রগণ্য হয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।