ঢাকা : সারা বিশ্বের মোবাইল হ্যান্ডসেট বাজারে এতোদিন একচ্ছত্র আধিপত্যকারী ফিনল্যান্ডের কোম্পানি নকিয়াকে হঠিয়ে দিয়ে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে জায়গা করে নিল কোরীয় কোম্পানি স্যামসাং।
১৯৯৮ একইভাবে মটরোলাকে সরিয়ে দিয়ে স্থানটি দখল করে নিয়েছিল নকিয়া।
২০১২ সালের প্রথম প্রান্তিকে যেখানে স্যামসাংয়ের মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয়েছে ৯ কোটি ৩০ লাখ সেখানে নকিয়ার বিক্রি ৮ কোটি ৩০ লাখ।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৮ সালের পর কোনো প্রান্তিকে এবারই তারা সর্বোচ্চ মুনাফা করেছে।
২০১২ সালের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মোট মুনাফা ৪শ’ ৫০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেশি।
উল্ল্যেখ, স্যামসাং এখন বিশ্বের সর্ববৃহৎ টেলিভিশন এবং ফ্ল্যাট স্ক্রিন নির্মাতা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর