ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে সিরিজ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, এপ্রিল ২৭, ২০১২
ইউক্রেনে সিরিজ বিস্ফোরণ

ঢাকা : সিরিজ বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে। রাজধানী কিয়েভের দক্ষিণ পূর্বাঞ্চলীয়  নিপরোপেতরোভস্ক শহরে শুক্রবার দিনের প্রথমভাগে এই বিস্ফোরণ সংঘটিত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

বিস্ফোরণে আহতদের মধ্যে নয়জন স্কুল শিক্ষার্থী।

ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্রী আলিয়া ইয়ারশোভা জানান, শহরের কেন্দ্রস্থলে একটি ট্রাম স্টান্ডে স্থানীয় সময় শুক্রবার ১১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণ সংঘটিত হয়। এতে আহত হন ১৩ ব্যক্তি।

এর আধা ঘণ্টা পরই দ্বিতীয় বিস্ফোরণ সংঘটিত হয় নিকটবর্তী একটি বিদ্যালয়ের কাছে। এখানে আহত হয় নয় শিক্ষার্থী সহ ১১ জন।

এছাড়া নিকটবর্তী রেলওয়ে স্টেশনে সংঘটিত তৃতীয় বিস্ফোরণে আহত হন তিন ব্যক্তি। চতুর্থ বিস্ফোরণটি ঘটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিটি সেন্টারে। তবে এখানে কেউ আহত হয়েছে কিনা তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কমপক্ষে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বিস্ফোরণের পরপরই জরুরি ভিত্তিতে নিপরোপেতরোভস্ক শহরে পৌঁছেন ইউক্রেনের স্বরাষ্টমন্ত্রী ভিতালি জ্যাখারচেংকো। বিস্ফোরণগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করলেও কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় কারা এই হামলার পেছনে দায়ী।

ইউক্রেনের রাজধানী  কিয়েভের ৪শ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নিপরোপেতরোভস্ক শহরটি সোভিয়েত যুগের অন্যতম বৃহৎ শিল্প উৎপাদন এলাকা হিসেবে বিখ্যাত। এখানেই সোভিয়েত ইউনিয়নের স্পর্শকাতর সামরিক, মহাকাশ শিল্প ও পরমাণু শিল্প সংশ্লিষ্ট কারখানা গুলো অবস্থিত ছিলো।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।