ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ফের সহিংসতা: মা ও ৩ সন্তানসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, এপ্রিল ২৭, ২০১২
ইরাকে ফের সহিংসতা: মা ও ৩ সন্তানসহ নিহত ১৩

ঢাকা : বোমা বিস্ফোরণ ও সহিংসতায় ইরাকের মধ্যাঞ্চলীয় দিয়ালা প্রদেশে ১৩ জন নিহত হয়েছে। সহিংসতার শিকারে পরিণত হয়ে এক মা ও তার ৩ শিশু সন্তানও নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

দিয়ালা প্রদেশের আবু গারমা গ্রামে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের প্রথমভাগে এই হামলা সংঘটিত হয়।

সশস্ত্র একদল ব্যক্তি শুক্রবার দিনের প্রথম ভাগে আবু গারমা গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে ৪৫ বছর বয়সী এক নারীকে তার ৩ সন্তানসহ গুলি করে হত্যা করে। নিহত শিশুরা ১০ থেকে ১৫ বছর বয়সী বলে জানান দিয়ালা প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আহমেদ আল কারখি।

শুক্রবারের হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই একই গ্রামে অবস্থিত একটি কাফেতে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে নয় ব্যক্তি নিহত ও অপর ২১ জন আহত হন।

শিয়া সুন্নি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে এই দুটি হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতের বোমা হামলায় নিহতরা  শিয়া সম্প্রদায়ভুক্ত। অপর দিকে শুক্রবারের হামলায় নিহত নারী ও তার সন্তানেরা সুন্নি বংশোদ্ভুত। আবু গারমার ঘটনার প্রতিক্রিয়ায় ইরাকে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার উত্তরে অবস্থিত ক্ষুদ্র গ্রাম আবু গারমার মোট বাসিন্দা ১৫০ থেকে ২০০ জন। বাকুবা শহরটি রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।

দিয়ালা ইরাকের অন্যতম উর্বর কৃষিক্ষেত্র। তবে শিয়া, সুন্নি ও কুর্দি অধ্যুষিত এই এলাকাটি ইরাকের অন্যতম সংঘাতপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়:১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।