ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রীর স্ত্রীর মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রীর স্ত্রীর মারা গেছেন

সিঙ্গাপুর: আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর স্ত্রী কুয়া গিউক চু (৮৯) শনিবার মারা গেছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লং এর মা।

সরকারি এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয় খুবই শান্তিপূর্ণ ভাবে বিকাল ৫টা ৪০ মিনিটে কুয়া গিউক চু’র মৃত্যু হয়েছে।

কুয়া গিউক চু ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শয্যাশায়ী ছিলেন।

লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে তার ছেলের সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

গত মাসে নিউইয়র্কে এক সাক্ষাৎকারে লি তার স্ত্রী সম্পর্কে বলেছিলেন, ‘আমার স্ত্রী দুই বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তিনি আমাকে প্রচন্ড ভালবাসেন। তিনি বুঝতে পারেন কখন আমি তার সঙ্গে কথা বলতে যাবো। আমি প্রতিরাতেই তার কাছে যাই। আমার জন্য তিনি উঠে বসেন।   আমি তার সঙ্গে সারা দিন যা করেছি তা বলি। আমি তার প্রিয় কবিতা তাকে পড়ে শুনাই। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ঘণ্টা, অক্টোবর ০২,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।