ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দামেস্কে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, এপ্রিল ২৭, ২০১২
দামেস্কে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৯

ঢাকা : আত্মঘাতী বোমা বিস্ফোরণে সিরিয়ার রাজধানী দামেস্কে নয় ব্যক্তি নিহত ও বহুসংখ্যক আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদের পাশে এই বিস্ফোরণ সংঘটিত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সানা নিউজ এজেন্সি জানায় দামেস্কের আল মিদান জেলায় শুক্রবারের বিস্ফোরণে হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকও আছে।

এদিকে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন শুক্রবার স্থানীয় জয়নুল আবেদিন মসজিদের পাশে জুমার নামাজের সময় এই বিস্ফোরণ সংঘটিত হয়।

সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনের শুরুর দিকে এই মসজিদকে কেন্দ্র করে প্রায়ই সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতো। শুক্রবারও এই মসজিদকে ঘিরে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করে সিরীয় বাহিনী।

মসজিদ থেকে মানুষজন বেরিয়ে আসার সময় বিস্ফোরণটি সংঘটিত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

তবে এক প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের পাশে অবস্থান করা সেনাদের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি নিজেকে উড়িয়ে দেন।

গত জানুয়ারি মাসেও একই এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ২৬ ব্যক্তি নিহত হয়েছিলো বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এদিকে আত্মঘাতী বিস্ফোরণের পাশাপাশি দামেস্কের অন্যান্য অংশ থেকেও শুক্রবার দিনের শুরুতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

দামেস্ক বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর আল সিনা জেলায় অবস্থিত সরকারি মিলিশিয়াদের একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে এতে হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি কেউ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।