ঢাকা: পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়েছেন আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। বৃহস্পতিবার আদালত অবমাননার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
গিলানি শুক্রবার বলেন পার্লামেন্ট ব্যতীত অন্য কারো চাপের কাছে নতি স্বীকার করবেন না তিনি। তিনি কোন অন্যায় করেননি দাবি করে গিলানি বলেন, তিনি শুধুমাত্র দেশের সংবিধানকে রক্ষার চেষ্টা করেছেন। বিরোধী দলগুলোর দাবি উড়িয়ে দিয়ে উল্টো তিনি বিরোধী দলের প্রতি তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম আরম্ভ করার উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হন। দীর্ঘ তিন মাসের শুনানি শেষে গত বৃহস্পতিবার তাকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করে আদালত। আনুষ্ঠানিক ভাবে কোনো শাস্তির মুখোমুখি না হতে হলেও আদালতে অভিযুক্ত হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার বৈধতা হারিয়েছেন বলে দাবি করে বিরোধী দলগুলো।
বিরোধী দলগুলোর দাবি প্রত্যাখ্যান করে গিলানি বলেন, তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন কিনা তা নির্ধারণ করবে একমাত্র পাকিস্তানের পার্লামেন্ট। তাই আদালতের নির্দেশে তার পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না।
আদালতে দোষী সাব্যস্ত হলেও গিলানি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সংবিধানের বাধ্যবাধকতার কারণেই তিনি জারদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। সংবিধানই রাষ্ট্রের বর্তমান প্রধানকে সবধরনের বিচার থেকে অব্যাহতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়:২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর