ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বৈদেশিক রাজনীতি বিষয়ক ইইউ প্রধান এখন মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, এপ্রিল ২৮, ২০১২
বৈদেশিক রাজনীতি বিষয়ক ইইউ প্রধান এখন মিয়ানমারে

ঢাকা : ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন মিয়ানমার সফর করছেন। মিয়ানমারের বর্তমান সংস্কার কার্যক্রমে ইইউ’র সমর্থন ও অংশীদারিত্ব জোরদার করতেই তার এই সফর বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



মিয়ানমার পৌঁছে ক্যাথেরিন অ্যাশটন জানান, ইইউ রেঙ্গুনে একটি দূতাবাস পর্যায়ের অফিস খোলার পরিকল্পনা করছে। সেখানে তিনি প্রথমে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন। মিয়ানমারের বর্তমান সেনা সমর্থিত সরকারের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

অ্যাশটন রেঙ্গুনে সু চির সঙ্গে একটি যৌথভাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হচ্ছে। ’

সম্প্রতি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেয় ইইউ। অ্যাশটনের সফরের মাত্র এক সপ্তাহ আগেই মিয়ানমারের ওপর আরোপিত দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ’র পক্ষ থেকে জানানো হয়েছে মিয়ানমারের প্রতি সংস্থার সহযোগিতা হবে বিনিয়োগ ও বিশেষজ্ঞ পরামর্শ দান ভিত্তিক।

তবে কুটনীতিকরা বলছেন ইইউ প্রস্তাবিত রেংগুনের অফিস শুধু সাহায্য কর্মসূচি চালাতেই ব্যবহৃত হবে না, পাশাপাশি এর একটি রাজনৈতিক ভূমিকাও থাকবে।

উল্লেখ্য, সফর শুরুর আগে অ্যাশটন বলেছিলেন, মিয়ানমারের ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানায় ইইউ। দেশটির সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় গড়তে সংস্থা আগ্রহী বলেও এ সময় উল্লেখ করেছিলেন অ্যাশটন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।