ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফেসবুকের আইপিও মূল্য নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ৪, ২০১২
ফেসবুকের আইপিও মূল্য নির্ধারণ

ঢাকা: ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও মূল্য নির্ধারণ করেছে পুঁজিবাজারে আসতে যাওয়া ইন্টারনেট ভিত্তিক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান ফেসবুক।

বাজারে আসতে যাওয়া ফেসবুকের প্রত্যেকটি শেয়ারের আইপিও মূল্যমান ২৮ থেকে ৩৫ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ফেসবুকের শেয়ারের এই আইপিও মূল্য পুঁজিবাজারে এ যাবৎ আসা যে কোন ইন্টারনেট ভিত্তিক কোম্পানির আইপিও মূল্যের থেকে বেশি বলে জানা গেছে।

২০০৪ সালে শেয়ারবাজারে নামার সময়ে গুগলের প্রতিটি শেয়ারের আইপিও মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২৩ ডলারে। এ পর্যন্ত এটিই ছিলো কোনো ইন্টারনেট ভিত্তিক কোম্পানির শেয়ারের সর্বাধিক আইপিও মূল্য। শেয়ার বাজারে ফেসবুকের মুল্যমান ৮ হাজার ৫’শ কোটি থেকে ৯ হাজার ৫’শ কোটি ডলারের মধ্যে দাঁড়াবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

নিউইয়র্কের নাসডাক সূচকের অধীনে নিবন্ধিত হতে যাচ্ছে ফেসবুক। ধারণা করা হচ্ছে আগামী সোমবার থেকে বাজারে শেয়ার ছাড়া শুরু করবে ফেসবুক। তবে আনুষ্ঠানিকভাবে এর লেনদেন শুরু  হবে আগামী ১৮ মে থেকে।

মাত্র ৮ বছর আগে কার্যক্রম শুরু করা এই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের বর্তমানে প্রায় ৯০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি ১’শ কোটি ডলার মুনাফা করে।

এছাড়া গত মাসে ফেসবুক দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন ফোটো শেয়ারিং অ্যাপলিকেশন ইনস্টাগ্রাম কিনে নেওয়ার ঘোষণা দেয়। এ জন্য তারা ১’শ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এটি ছিলো প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় ক্রয় চুক্তি ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।