ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মে ৪, ২০১২
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

ঢাকা: ফের আত্মঘাতী বোমা হামলায় প্রকম্পিত হলো পাকিস্তান। পাকিস্তানের সংঘাত কবলিত উত্তর পশ্চিমাঞ্চলীয় পাবর্ত্য এলাকার একটি পুলিশ তল্লাশি চৌকি লক্ষ করে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

শুক্রবার সকালে সংঘটিত এই বিস্ফোরণে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত ও অপর ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক।

আফগান সীমান্তের  নিকটবর্তী পশতুন উপজাতীয়  বাজৌর এলাকার একটি জনাকীর্ণ বাজারে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিগত বছরগুলোতে এই অঞ্চলে আল কায়েদার সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই -তালিবানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো শুরু করে পাকিস্তান সরকার।

স্থানীয় খার হাসপাতালের চিকিৎসক ড. মোহাম্মদ আফিল হতাহতের সংখ্যা নিশ্চিত করে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। নিহতদের মধ্যে একজন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা সহ তিন পুলিশ সদস্যও আছে।

ঘটনার পর পরই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরণস্থল সিল করে দেয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের মুখপাত্র এহসানুল্লাহ্ এহসান বলেন, ‘আমরা আজ সকালে হামলা চালিয়েছি। আমাদের লক্ষ্য অর্জিত হওয়ায় আমরা আনন্দিত। ’

বাংলাদেশ সময়:১৫৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা: শামসুন্নাহার, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।