ঢাকা: রাশিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রোববার রাজধানী মস্কোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলেও জানা গেছে।
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার পুতিনের অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে এ বিক্ষোভ। তবে একই স্থানে পুতিনের সমর্থনেও মিছিল হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণই ছিল। তবে একটি ছোট গ্রুপ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিন জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা পুতিনের প্রেসিডেন্ট হিসেবে সোমবারের অভিষেক অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছে। তারা নতুন করে নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে।
এদিকে বিক্ষোভস্থলে দালানের ছাদ থেকে পড়ে এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি উঁচু দালানের ছাদে উঠে বিক্ষোভের বার্ডস আই ভিউ ছবি তুলতে গিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো তার নাম পরিচয় জানতে পারেনি।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর