ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সবচে ক্ষমতাধর মা হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ১৩, ২০১২
সবচে ক্ষমতাধর মা হিলারি ক্লিনটন

ঢাকা : মর্যাদাপূর্ণ মার্কিন সাময়িকী ফোর্বসের জরিপে এ বছর বিশ্বের সবচে ক্ষমতাধর মা নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

ফোবস জানিয়েছে, কন্যা চেলসির প্রতি তার ভালোবাসা আর বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির কূটনৈতিক দক্ষতা তাকে এই সম্মান এনে দিয়েছে।



বিখ্যাত এই সাময়িকীটি বিশ্বে সবেচ ক্ষমতাধর ১০০ নারীর বাৎসরিক তালিকা প্রস্তুত করেছে। আর তালিকার ক্রম নির্ধারণ করেছে অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, প্রভাব বিস্তারের বহুমুখী ক্ষমতা এবং সেই সঙ্গে মা হিসেবে ভূমিকা- এসব বিষয় বিশ্লেষণ করে।

তালিকায় দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর মা নির্বাচিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তার এক মেয়ে এবং এক নাতি রয়েছে।

তৃতীয় স্থান অধিকারী ইন্দ্রা নুয়ি বহুজাতিক কোম্পানি পেপসিকোর চেয়ারম্যান এবং প্রধান। তিনি দুই সন্তানের জননী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।