ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন ধরনের অতিপারমাণবিক কণা সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, এপ্রিল ২৮, ২০১২
নতুন ধরনের অতিপারমাণবিক কণা সনাক্ত

ঢাকা: ইউরোপীয় বিজ্ঞানীরা নতুন ধরনের অতিপারমাণবিক কণার সন্ধান পেয়েছেন। তারা এটি সঠিকভাবে সনাক্ত করতেও সক্ষম হয়েছেন।

এ নতুন কণাটি চার ধরনের মৌলিক প্রাকৃতিক বলের একটির ব্যাপারে তথ্য দেয় এবং পদার্থের গঠন নির্ধারণ করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এ অতিপারমাণবিক কণাটি আসলে ব্যারিয়ন কণা যার নাম দেওয়া হয়েছে Xi_b। কণাটি অত্যন্ত অস্থিত হওয়ার কারণে একে সরাসরি সনাক্ত করা যায় না। তবে বিজ্ঞানীরা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের লার্জ হ্যাড্রোন কলাইডারে (এলএইচসি) এটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালিয়েছেন। সেখানে একে সঠিকভাবে সনাক্ত করতে পেরেছেন তারা।

এ পরীক্ষার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অব জুরিখ গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন কণা আবিষ্কারের মাধ্যমে কোয়ার্কের বন্ধন সম্পর্কিত তত্ত্বটি সঠিক বলে নিশ্চিত হওয়া গেল। এর মাধ্যমে চার মৌলিক প্রাকৃতিক বলের অন্যতম শক্তিশালী নিউক্লীয় বলকে আরো ভালভাবে বুঝতে সহায়তা করবে। এ বলই পদার্থের গঠন নির্ধারণ করে।

উল্লেখ্য, পদার্থের মৌলিক গাঠনিক কণার মধ্যে একটি হলো কোয়ার্ক। তিনটি আলাদা কোয়ার্কের বন্ধনে গঠিত হয় ব্যারিয়ন। প্রোটন এবং নিউট্রন ব্যারিয়নের দু’টি উদাহরণ।

লার্জ হ্যাড্রোন কলাইডার (এলএইচসি) হলো বিশ্বে এযাবতকালের সবচে বড় কণা ত্বরক। ‘হিগস বোসন’ কণার অস্তিত্ব খোঁজার জন্যই এটি তৈরি করা হয়েছে। ধারণা করা হয়, এ কণাটি পদার্থের ভরের জন্য দায়ী।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।