ঢাকা : সিয়েরা লিওনের নামে নিবন্ধিত অস্ত্র ভর্তি একটি জাহাজ আটক করেছে লেবানন নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকের একটি চালান তারা আটক করেছে।
লুৎফাল্লাহ-২ নামে জাহাজটির ১১ ক্রুকেও আটক করেছে নৌ সেনারা। নৌবাহিনী সূত্রে জানা গেছে, জাহাজটি ভারী এবং হালকা অস্ত্রে ভর্তি তিনটি কন্টেইনার বহন করছিল।
ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের জন্য পাঠানো হয়েছিল। অস্ত্রগুলোর মধ্যে কিছু অস্ত্রের গায়ে লিবিয়ার লেবেল লাগানো আছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জাহাজের মালিক রয়াটার্সকে জানিয়েছে, জাহাজের মালামাল উত্তর লেবাননে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে খালাস করার কথা ছিল।
লেবাবনে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর মুখপাত্র মিলোস স্টুগার নিশ্চিত করেছেন, জাহাজটি লেবাননের একটি বন্দর অভিমুখেই যাচ্ছিল।
প্রসঙ্গত, সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের বড় সমর্থক ত্রিপোলি। এছাড়া দামেস্ক বরাবর অভিযোগ করে আসছে, সিরিয়ার অভ্যন্তরে বাইরে থেকে চোরাই পথে অস্ত্রের চালান আসছে।
এদিকে রাশিয়ার অভিযোগ, লিবিয়া সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করছে এবং তাদের অস্ত্র দিচ্ছে।
লেবাননের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জাহাজে হালকা, মধ্যম মানের এবং ভারী অস্ত্র ছিল।
খবরে আরো জানা গেছে, জাহাজটি লিবিয়া থেকেই যাত্রা শুরু করে। মাঝপথে মিসরের আলেকজান্দ্রিয়া বন্দরে যাত্রা বিরতির পর এটি লেবাননের উত্তরে ত্রিপোলি বন্দরের উদ্দেশে যাত্রা করে।
জাহাজটি এখন বেইরুতের কাছে সালাতা বন্দরে নোঙ্গর করা আছে। একটি আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, লেবাবনের সেনাবাহিনী অস্ত্র, গোলাবারুদগুলো ট্রাকে করে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর