ঢাকা : জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) সাবেক মহাপরিচালক এবং শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ আল বারাদি মিসরে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।
হোসনি মোবারকের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে সামনের সারিতে থাকলেও বিপ্লব পরবর্তী সময় তিনি আর সেভাবে জন সমক্ষে আসেননি।
অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নতুন রাজনৈতিক দল নিয়ে আবার জনগণের মধ্যে ফিরে এলেন আল বারাদি। জাতিসংঘের সাবেক এই নিউক্লিয়ার পর্যবেক্ষক তার দলের নাম দিয়েছেন ‘দ্য কনস্টিটিউশন পার্টি’।
তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতার আবেদনের সময় পেরিয়ে গেছে। সুতরাং আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে পাওয়া যাচ্ছে না।
নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল বারাদি বলেছেন, তার লক্ষ্য মিসরীয়দের গণতন্ত্রের ছত্রছায়ায় ঐক্যবদ্ধ করা এবং এক সময় দেশ শাসনের ভার নেওয়া।
গত শনিবার তিনি সাংবাদিকদের বলেন, নতুন এই দলের নির্দিষ্ট কোনো আদর্শিক দৃষ্টিভঙ্গি নেই। ‘উদারনৈতিকতার’ তকমা এড়িয়ে চলার ব্যাপারেও তিনি খুব সতর্ক।
তবে বিশ্লেষকরা বলছেন, এটা খুবই পরিষ্কার পার্লামেন্টে প্রভাবশালী ইসলামপন্থী দলগুলোকে বিশেষ মুসলিম ব্রাদারহুডকে চ্যালেঞ্জ করতেই আল বারাদি মাঠে নামছেন। এ দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াও অনেকটা নিশ্চিত।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর