ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের ৭৩ শতাংশ রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, এপ্রিল ২৯, ২০১২
বিশ্বের ৭৩ শতাংশ রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে

ঢাকা: ১৮৮ সদস্যের ইন্টারন্যাশনাল কেমিক্যাল ওয়েপনস কনভেনশন জানিয়েছে, ২০১২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বজুড়ে ৫০ হাজার টন রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে। এ পরিমাণ সারা বিশ্বে মোট মজুদের ৭৩ শতাংশ।



এদিকে মোট মজুদের ৬২ শতাংশ রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারন্যাশনাল কেমিক্যাল ওয়েপনস কনভেনশন কার্যকর হওয়ার পর ২৯ এপ্রিল রোববার পর্যন্ত তারা ২৫ হাজার টন (১ টন= ১০০০ কেজি) রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে।

১৯৯৭ সালে সনদ কার্যকর হওয়ার পর গত ১৫ বছরের মধ্যে রাসায়নিক অস্ত্রের মোট মজুদ ৪০ হাজার টনের দুই তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া। ২০১৫ সালের মধ্যে শতভাগ রাসায়নিক অস্ত্র ধ্বংস করার লক্ষ্য তাদের।

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিষয়ক সনদের সদস্য ১৮৮টি দেশ ২০১২ সালের মধ্যে পৃথিবীকে রাসায়নিক অস্ত্র মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে যথাক্রমে ৪০ হাজার ও ২৭ হাজার টন রাসায়নিক অস্ত্রের মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে তারা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেবে। এ নির্ধারিত সময় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে তারা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইতোমধ্যে তারা ৯০ শতাংশ রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে। অবশ্য প্রতিরক্ষা দপ্তর বাকি ২ হাজার টন অস্ত্র ধ্বংসের জন্য নির্ধারিত সময় প্রথমে ২০২১ সাল এবং পরে ২০২৩ সাল পর্যন্ত বর্ধিত করে।

উল্লেখ্য, আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র সনদটি কার্যকর হয় ১৯৯৭ সালের ২৯ এপ্রিল। জাতিসংঘের ১৯৫ সদস্য দেশের মধ্যে ১৮৮টি দেশ এ সংগঠনের সদস্য। মিয়ানমার এবং ইসরায়েল এ সনদে স্বাক্ষর করলেও এখনো পূর্ণ সমর্থন করেনি।

শুধু অ্যাঙ্গোলা, উত্তর কোরিয়া, মিসর, সোমালিয়া এবং সিরিয়া এখনো পর্যন্ত এ সনদের বাইরে রয়েছে।

আর যে দেশগুলো রাসায়নিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা হলো- আলবানিয়া, লিবিয়া, ইরাক, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।