ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, এপ্রিল ২৯, ২০১২
ইরানের ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছেন নেতানিয়াহু

ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান ইয়ুভাল দিসকিন।

অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক পরিচালক ইয়ুভাল বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানোর জন্য ইসলায়েলি নেতাদের দৃষ্টিভঙ্গি ‘মেসিয়ানিক’ এবং তারা অনুপযুক্ত।



মানবজাতির ত্রাণের উদ্দেশ্যে যার আগমন ঘটবে তাকে ইহুদিরা বলে ‘মেসিয়াহ’। মেসিয়াহ থেকে মেসিয়ানিক।

গত শনিবার ইসরায়েল রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে এসব মন্তব্য করেন দিসকিন। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে সামরিক হামলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।

দিসকিন বলেন, ‘প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর ওপর আমার আস্থা নেই। সত্যিই এমন নেতৃত্বের ওপর আমার কোনো আস্থা নেই যারা ‘মেসিয়ানিক’ দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেয়। ’

তবে নেতানিয়াহুর সিদ্ধান্ত ‘বেআইনি’ ছিল না বলে মনে করেন তিনি। তার ধারণা তিনি এ ব্যাপারে ‘ভীত’ ছিলেন যে, এরকম একটি পরিস্থিতিতে কাউকে কাছে পাবেন না।

শুধু দিসকিনই নয় আরো কয়েকজন সাবেক কর্মকর্তা ইরানের ব্যাপারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাকের নানা মন্তব্য এবং দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন।

এদের মধ্যে অন্যতম হলেন গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক বিদেশ বিষয়ক গোয়েন্দা বিভাগের পরিচালক মেইর দাগান। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ ঘোষণার কথা বললে তা নিয়ে গত বছর উপহাস করেন তিনি।

অবশ্য কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে নেতানিয়াহুর বক্তব্যের সবচে কঠোর সমালোচনাটি এল দিসকিনের পক্ষ থেকে।

তিনি বলেন, ‘তারা ইরান ইস্যুতে ভুল ধারণা দিচ্ছেন। তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে, যদি ইসরায়েল পদক্ষেপ নেয় তাহলে ইরানে কখনোই পরমানু বোমা তৈরি হবে না বা থাকবে না। ’

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জুইশ টেলিগ্রাফিক এজেন্সির সম্পাদক রোন কাম্পিয়াস বলেছেন, দাগান গত বছর যখন ওই ধরনের একটি দাবি করেছিলেন তখন তাকে একটা ‘অপাংক্তেয়’ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল ইসরায়েল। কিন্তু দিসকিন আবার সেই ধরনের কথা বলছেন এবং দাগানের চেয়ে বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।