ঢাকা: দক্ষিণ-পশ্চিম এশীয় অঞ্চলে পঞ্চম প্রজন্মের স্টিলথ জঙ্গি বিমান এফ-২২ র্যাপটর মোতায়েন করেছে মার্কিন বিমান বাহিনী। বিমানবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট।
ক্যাপ্টেন ফিল ভেনচুরা নামের ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানিয়েছে, ওই বিমান মোতায়েন আসলে ‘নিয়মিত কার্যক্রমের’ অংশ এবং ‘কৌশলগত আন্তঃঅভিযান’ পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।
তবে এফ-২২ ঠিক কতোটি এবং এগুলোর ঘাঁটিই বা কোথায় নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্র দক্ষিণ-পশ্চিম এশিয়ায় এ ধরনের উন্নততর প্রযুক্তির বিমান মোতায়েন করল যখন পরমাণু বিতর্ক নিয়ে ইরানের সঙ্গে ছয় জাতি আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। এ ছয় পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও রয়েছে।
ওই অঞ্চলে এফ-২২ বিমানগুলো মোতায়েনের খবর অবশ্য গত সপ্তাহে প্রথম প্রকাশ পায়। একটি সূত্রে জানা গেছে, এসব বিমান সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হতে পারে। এখানে ইরানের সীমান্ত রয়েছে।
তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা যায়নি।
এফ-২২ বিমানগুলো এক আসনের এবং দুই ইঞ্জিনের পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান। এগুলো নির্মানে স্টিলথ প্রযুক্তি (শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম) ব্যবহার করা হয়েছে। তবে এসব বিমানের আক্রমণ সক্ষমতা কখনো যাচাই করা হয়নি।
২০০৫ সালে প্রথম এ ধরনের বিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। লকহিড মার্টিন কোম্পানি ১৮৭টি এফ-২২ বিমান নির্মাণের প্রকল্প নিয়ে কাজ করছে। ইতোমধ্যে তারা ১৬০টি বানিয়েছে।
স্টিলথ বিমান এফ-২২ এর সক্ষমতা নিয়ে প্রশ্নও আছে। এর আগে মার্কিন বিমান বাহিনী দু’টি বিমান হারিয়েছে। ২০০৪ সালের ডিসেম্বরে নেলিস বিমানঘাঁটি থেকে উড্ডয়েনের সময় একটি এবং ২০০৯ সালের মার্চে এডওয়ার্ড বিমানঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নের সময় আরেকটি।
যুক্তরাষ্ট্রের আইনে এফ-২২ বিমান রপ্তানি নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/জেডএম