ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, এপ্রিল ২৯, ২০১২
নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৮

ঢাকা : নাইজেরিয়ার কানো শহরে একটি বিশ্ববিদ্যালয়ে রোববার বোমা বিস্ফোরণে ও গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন।



কর্মকর্তারা জানিয়েছেন, বায়েরো বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার যেটি গির্জা হিসেবে ব্যবহার করা হয় সেখানে হামলাটি হয়েছে।

একটি আন্তর্জাতিক বার্তাসংস্থার সংবাদদাতা রাজধানী আবুজা থেকে জানিয়েছেন, রোববার সকালে লোকজন গির্জায় উপাসনার জন্য জড়ো হয়েছিল ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে রেখেছে।

তবে হতাহতের সংখ্যা নিয়ে বৈপরিত্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা ৮ আবার কিছু সংবাদ সংস্থা বলছে ২০ জনের কাছাকাছি।

তবে প্রকৃত ঘটনা এখনো পরিষ্কার নয় আর এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি বলে জানিয়েছেন ওই সাংবাদিক।

এ অঞ্চলে অবশ্য ইসলামি চরমপন্থী বোকো হারাম গ্রুপের তৎপরতা রয়েছে। গত জানুয়ারিতে কানোতে এক ভয়াবহ হামলায় কমপক্ষে ১৮৫ জন নিহত হয়। সেসময় এ হামলার দায় স্বীকার করেছিল তারা।

গত বৃহস্পতিবার রাজধানী আবুজা এবং উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে একটি পত্রিকার কার্যালয়ে বোমা বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত হয়।

তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।