ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, এপ্রিল ২৯, ২০১২
পাকিস্তানে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মীর মৃতদেহ উদ্ধার

ঢাকা : পাকিস্তানে গত জানুয়ারিতে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মীর মৃতদেহ রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটা থেকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান রেডক্রস জানিয়েছে, ব্রিটিশ নাগরিক খলিল রাসজাদ ডালি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) হয়ে কোয়েটায় রেডক্রসের স্বাস্থ্য কর্মসূচিতে ব্যবস্থাপনার কাজ করছিলেন।

গত জানুয়ারিতে একদল বন্দুকধারী তাকে অপহরণ করে। রোববার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহরের প্রান্তে তার মৃতদেহ পাওয়া গেছে।

খলিলের মৃত্যু নিশ্চিত করে আইসিআরসি রোববার একটি বিবৃতিও দিয়েছে।

আইসিআরসি এর মহাপরিচালক ওয়াইভেস দাকোর্দ বিবৃতিতে বলেছেন, ‘আমরা এ ধরনের বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই। ’ খলিলের শোকসন্তপ্ত পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ডালি হত্যার নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।