ঢাকা: সম্প্রতি বিরোধপূর্ণ হেগলিগ সীমান্তে দুই সুদানের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত তেলক্ষেত্র এলাকা থেকে চারজন বিদেশি নাগরিককে আটক করেছে সুদানের সেনাবাহিনী।
সুদানের সেনা বাহিনী তাদের আটকের কথা স্বীকার করেছে।
তারা বলেছে, গত শনিবার নরওয়ে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ সুদানের চারজন নাগরিকদের বিরোধপূর্ণ অঞ্চলে অবৈধভাবে প্রবেশের জন্য আটক করা হয়েছে। আটকরা দক্ষিণ সুদানের সেনা বাহিনীকে সহায়তা করছিল বলে অভিযোগ করেছে সুদান। তবে দক্ষিণ সুদান তা অস্বীকার করেছে।
সুদান সেনা বাহিনীর মুখপাত্র আল সাবারমি খালিদ বলেছেন, ওই চার বিদেশি সন্দেহজনক কাজ করছিলেন। তারা যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই সব তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সুদানে জাতিসংঘ মিশনের মুখপাত্র জোসেফাইন গুয়েরেরো জানিয়েছেন, আটকদের মধ্যে জাতিসংঘের একজন স্টাফ সদস্যও আছেন। তাকে রাজধানী খার্তুমে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এর বেশি কিছু জানাতে রাজি হননি জোসেফাইন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর