ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, এপ্রিল ২৯, ২০১২
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রোববার দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১৮ জন।



পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে দুইশ’ কিলোমিটার উত্তর-পূর্বে গোরাখপুরের কাছের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণে বাস দু’টি একটি আরেকটি ওপর গিয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ সুপার আশুতোষ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহতের বাৎসরিক পরিমাণ বিশ্বে সর্বোচ্চ। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- বেপরোয়া ও দ্রুত গতি গাড়ি চালানো এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে এক লাখ ২৬ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দিন হিসেবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৩৪৫ জনের মৃত্যু হয়েছে এ সময়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।