ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সম্পর্কন্নোয়নে যুক্তরাষ্ট্র সফরে জাপানি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, এপ্রিল ৩০, ২০১২
সম্পর্কন্নোয়নে যুক্তরাষ্ট্র সফরে জাপানি প্রধানমন্ত্রী

ঢাকা: দুই মিত্র দেশের সম্পর্কন্নোয়ের লক্ষ্যে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বৈঠক চলছে বলে জানা গেছে।



সম্প্রতি উত্তর কোরিয়ার বিফল রকেট উৎক্ষেপণ নিয়ে উত্তেজনা এবং ওকিনাওয়া দ্বীপে মার্কিন মেরিন সেনা সংখ্যা কমানোর মতো বিতর্কিত ইস্যুতে জাপান-যুক্তরাষ্ট্র চুক্তির কয়েক দিন পরে নোদা এ সফরে গেলেন।

চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ওকিনাওয়ার ফুতেনমা বিমানঘাঁটি থেকে নয় হাজার সেনা প্রত্যাহার করবে। তবে, ওকিনাওয়া দ্বীপবাসীর দীর্ঘ দিনের দাবি অনুযায়ী সেখান থেকে ঘাঁটি সরানোর ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। আর সেনাদের স্থানান্তরের নির্দিষ্ট দিন তারিখও জানানো হয়নি।

এরমধ্যে দুই দেশ একটি যৌথ সেনা প্রশিক্ষণ ঘাঁটি করার কথা বিবেচনা করছে। এ স্থায়ী প্রশিক্ষণ ঘাঁটিটি গুয়াম অথবা উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি কোনো স্থানে হতে পারে।

এ উদ্যোগের ফলে আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে টোকিওর ভূমিকা বিস্তৃত হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী ভূমিকার মতো এটিও দেশটির জন্য একটি বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

টোকিও ছেড়ে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নোদা সফরের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমি খোলা মনে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করতে চাই। আমি মনে করি, এই সাক্ষাৎ যথেষ্ট ফলপ্রসূ হবে, যা জনগণের কাছে স্পষ্টভাবে দৃষ্টিগ্রাহ্য হবে। ’

গত ১৩ এপ্রিল উত্তর কোরিয়ার বিফল রকেট উৎক্ষেপণ, মিয়ানমারে রাজনৈতিক সংস্কার এবং ইরানের পরমাণু কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় নোদা ও ওবামার আলোচনায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় মুখ বাঁচাতে উত্তর কোরিয়া তৃতীয়বার পরমাণু বোমার পরীক্ষা চালাবে বলে বিশ্লেকরা আশঙ্কা করছেন। সে কারণে এখন উত্তরের বিষয়টি খুবই গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গে প্রশান্তমহাসগারীয় অঞ্চলে মুক্তবাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) এর প্রতি জাপানের আগ্রহের বিষয়টিও নোদা-ওবামা বৈঠকে প্রাধান্য পাবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন উদ্ধত কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার বর্তমান আচরণ এবং এ দেশটির অন্যতম মিত্র চীনের উত্থান এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনছে বলে মনে করে জাপান ও যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজে বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ শেষে জাপানের প্রধানমন্ত্রী নোদার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে।

বাংলাদেশে সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।