ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলবার বিচারকের সামনে হাজির হবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
মঙ্গলবার বিচারকের সামনে হাজির হবেন ট্রাম্প

আগামী মঙ্গলবার দুপুরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক জুয়ান মার্চানের সামনে হাজির হবেন।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ট্রাম্প অর্গানাইজেশনের পে-রোল জালিয়াতির বিচারের কার্যক্রম পরিচালনা করেছিলেন বিচারক মার্চান। সেখানে অর্গানাইজেশনকে দোষী সাব্যস্ত করা হয়।

মার্চান নিউ ইয়র্ক রাজ্যের সর্বোচ্চ বেঞ্চের একজন ভারপ্রাপ্ত বিচারপতি। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বিচারক হিসেবে কাজ করছেন।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলা হয়। ম্যানহাটনের একটি আদালতের বিচারকরা তাকে অভিযুক্ত করে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য ফাঁস না করতে অর্থ (হাশ মানি) দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে মামলা রুজু হলো।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।