ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে সোমবার দু’টি যাত্রীবাহী বাসে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হামলায় তিন জন নিহত এবং অপর ছয় জন আহত হয়েছে।
পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, কুরাম উপজাতি অধ্যুষিত চারখেলে দু’টি যাত্রীবাহী বাসে হ্যান্ড গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহতদের সমন্বিত সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এটি সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
প্রসঙ্গত, কুরাম জেলার প্রধান শহর পারাচিনার পাকিস্তানের উপজাতি অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে পড়ে। এ অঞ্চলে তালেবান জঙ্গিদের নিধনে প্রায়শই মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪৪৭, মে ২৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর