ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় ৬ সন্দেহভাজন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মে ২৮, ২০১২
পাকিস্তানে ড্রোন হামলায় ৬ সন্দেহভাজন জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাক-আফগান সীমান্ত এলাকায় সোমবার মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে হাসোখেল এলাকায় এ হামলা হয়।

হাসোখেল এলাকাটি তালেবান এবং আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।  

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘জঙ্গি আস্তনা এবং একটি গাড়ি লক্ষ্য করে লক্ষ্য করে দুই দফায় ৮টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে কমপক্ষে পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে। ’

আরেক নিরাপত্তা কর্মকর্তা হআহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ওই এলাকাটি উজবেক, আরব অন্যান্য বিদেশি জঙ্গিদের আশ্রয়স্থল বলে ধারণা করা হয়।

গত বৃহস্পতিবার থেকে এ নিয়ে তিনটি মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটল। অনেক সময় বেসামরিক নিরপরাধ মানুষও এসব হামলার শিকার হয়। গত বছরে এমনিক এক হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।

বিভিন্ন সময় সিআইএ এবং মার্কিন সেনাবাহিনীর হাতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি করে পাকিস্তান। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। পাক-মার্কিন সম্পর্কের এই দ্বান্দ্বিক পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র পাকিস্তানে ড্রোন হামলা অব্যহত রেখেছে।

বার্তাসংস্থা এএফপির হিসাবে ২০০৯ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসার পর সে বছরই পাকিস্তানের উপজাতীয় এলাকায় ৪৫টি ড্রোন হামলা হয়েছে। ২০১০ সালে হয়েছে ১০১টি আর ২০১১ সালে হয়েছে ৬৪টি।

ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাঙ্ক দ্য নিউ আমেরিকা ফাউন্ডেশন জানিয়েছে, গত আট বছরে পাকিস্তানে ড্রোন হামলায় এক হাজার ৭শ’ ১৫ থেকে দুই হাজার ৬শ’ ৮০ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।