ঢাকা: মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কার রাস্তায় গত রোববার হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে।
গত জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় বসার পর এটিই সবচে বড় সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বেঙ্কিরান প্রতিশ্রুত সংস্কার করতে ব্যর্থ হয়েছেন এ অভিযোগসহ আরো কিছু দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মরক্কোর ট্রেড ইউনিয়ন।
গত বছর শুরু হওয়া আরব বসন্তের হাওয়া মরক্কোতেও ঝড় তুলেছিল। কিন্তু বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ তার ক্ষমতা হ্রাস এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা হস্তান্তর করে সহজেই আন্দোলন প্রশমিত করতে সক্ষম হন।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে উদারপন্থি ইসলামি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। কিন্তু মরক্কোতে উচ্চ বেকারত্ব এবং নিরক্ষতা হার নিরসনে সরকারি পদক্ষেপে ধীরগতির কারণে নাগরিকরা হতাশ হয়ে পড়ছে।
রোববারের বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল বলে দাবি করেছেন বিরোধী সোশ্যালিস্ট পার্টির সাংসদ হাসান তারিক।
তবে এক সরকারি কর্মকর্তা বলেছেন, বিক্ষোভকারীর সংখ্যা ১৫ থেকে ২০ হাজারে মধ্যে হবে।
বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়নের নেতারা বেতন ভাতা বৃদ্ধি এবং বিদ্যমান পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়েছেন। দেশটিতে এখন ১৫ থেকে ২৯ বছর বয়সীদের অর্ধেক বেকার।
গত বছর বিক্ষোভ শুরু হলে বাদশাহ নতুন সংবিধান প্রণনয়ন করেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
মরক্কোর গণতান্ত্রিক অগ্রগতি আন্তর্জাতিক মহলের আগ্রহের জন্ম দিলেও দেশটিতে বাস্তব পরিবর্তনের পথে সঙ্কট এখনো রয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলমম নিউজরুম এডিটর