ঢাকা: সিরিয়ার হোমস প্রদেশের হুলা শহরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীরাও আংশিকভাবে দায়ী বলে মনে করে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এ কথা বলেছেন।
যুক্তি হিসেবে তিনি বলেন, বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ওই শহরে সেদিনের ঘটনার শিকারদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
গত ২৫ মে শুক্রবার হুলা শহরে সহিংসতায় ২৯ শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়। এ ঘটনায় সরকারি বাহিনী জড়িত ছিল দাবি করে নিন্দা জানায় জাতিসংঘ। বিরোধীরা হত্যার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে দায়ী করে। কিন্তু গত রোববার সরকার এর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করে বিবৃতি দেয়।
এ পরিস্থিতিতে রোববার রাশিয়া সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। সোমবার মস্কোতে যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ এমন মন্তব্য করেন।
হুলা হত্যাকাণ্ডের ঘটনায় রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে লাভরভ বলেন, “আমরা এমন একটি অবস্থা নিয়ে কথা বলছি যেখানে স্পষ্টত নিরপরাধ মানুষের মৃত্যুতে উভয়পক্ষের হাত রয়েছে। ’
তবে সরকারি বাহিনী এসময় কামান এবং ট্যাঙ্ক ব্যবহার করেছিল বলে স্বীকার করেছেন তিনি। তিনি আরো বলেন, ‘কে ক্ষমতায় আছে তা গুরুত্বপূর্ণ নয় বরং এখন সহিংসতা বন্ধ করাই সবচে গুরুত্বপূর্ণ। ’
রাশিয়া বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র। একারণে তারা আসাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে চাচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে লাভরভ বলেন, ‘আমরা সিরিয়ার সরকারকে সমর্থন করি না, আমরা সমর্থন করি কফি আনানের শান্তি পরিকল্পনা। ’
এদিকে, শান্তি পরিকল্পনার ছয় দফার বাস্তবায়ন নিয়ে কথা বলতে দামেস্ক পৌঁছেছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান।
তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে গভীর সঙ্কট বলে অভিহিত করে সব পক্ষকে অস্ত্র সংবরণের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর