ঢাকা: আগামী জুনে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদ শফিক অংশ নিতে পারবেন, নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর শফিকের নির্বাচনী প্রচারণা কেন্দ্রের সদর দপ্তরে আগুন ধরিয়ে দিয়েছে মিসরের ক্ষুব্ধ সরকারবিরোধী প্রতিবাদকারীরা। সোমবার নির্বাচন কমিশনের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাজধানী কায়রোতে এই অগ্নিসংযোগের ঘটনায় বড় ধরনের কোন ক্ষতি এবং হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ঘটনার পরপরই সদর দপ্তরের নিকটবর্তী স্থান থেকে সন্দেহভাজন আট জনকে গ্রেফতার করেছে পুলিস।
আক্রমণকারীরা আহমেদ শফিকের প্রচারণা কেন্দ্র থেকে বেশ কিছু নির্বাচনী পোস্টার এবং কম্পিউটার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পুলিশ।
আহমেদ শফিকের নির্বাচনে অংশ গ্রহণের সংবাদে শহরের তাহরির স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়। এছাড়া মিসরের দ্বিতীয় প্রধান শহর আলেক্সান্দ্রিয়া থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, আহমেদ শফিক সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে মিসরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে হোসনি মোবারকের বিশ্বস্ত সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘন্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর