ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শান্তি প্রতিষ্ঠায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সাথে আলোচনায় বসবেন আনান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, মে ২৯, ২০১২
শান্তি প্রতিষ্ঠায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সাথে আলোচনায় বসবেন আনান

ঢাকা: সিরিয়া পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে মঙ্গলবার আলোচনায় বসবেন জাতিসংঘ-আরব লিগের যৌথ বিশেষ দূত কফি আনান।

গত শুক্রবার হোলা শহরে সংঘটিত নৃশংস হামলায় শতাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট আসাদের সাথে দামেস্কে আলোচনায় বসতে যাচ্ছেন কফি আনান।



এর আগে সোমবার আনান সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম এবং জাতিসংঘের সিরিয়া পর্যবেক্ষকদের প্রধান মেজর জেনারেল রবার্ট মুডের সাথেও কথা বলেন।

মঙ্গলবারের আলোচনায় আনান শান্তি প্রক্রিয়া  এগিয়ে নিতে প্রেসিডেন্ট আসাদকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আনান বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় সিরিয়া সরকারকেই জোরালো পদক্ষেপ নিতে হবে। অস্ত্রধারী প্রত্যেককেই এ পদক্ষেপের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ’

প্রসঙ্গত, কফি আনানের শান্তি পরিকল্পনা অনুসারে গত ১২ এপ্রিলের মধ্যেই সব বেসামরিক এলাকা থেকে সিরিয়ার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর ভারী অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নেওয়ার কথা।

তবে শুক্রবার হোলা শহরের নির্মম হত্যাকান্ডের ঘটনা আনানের এই শান্তি পরিকল্পনাকে একেবারে ম্লান করে দিয়েছে বলে হতাশা ব্যক্ত করেছেন বিশ্লেষকগণ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।