ঢাকা: দীর্ঘ দু’যুগ পর দেশের বাইরে পা রাখতে যাচ্ছেন মিয়নমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এর মধ্য দিয়ে মিয়ানমারের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণের পথে যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা।
চলতি সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় পূর্ব এশিয়ার বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ রাখবেন সু চি। এছাড়া আগামী জুনে সু চি সুইজারল্যান্ড, নরওয়ে এবং ব্রিটেন সফর করবেন জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থেন সেইনের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মূহুর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ব্যাংকক সফরের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সু চি দেশের বাইরে না যাবার ব্যাপারে অনড় ছিলেন। গণতন্ত্রকামী এই নেত্রীর ভয় ছিল, একবার দেশের বাইরে চলে গেলে তৎকালীন সেনা সরকার আর কখনোই তাকে দেশে ফেরার সুযোগ দেবে না। প্রসঙ্গত, চলতি বছরে মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত টানা ১৫ বছর কারাগারে আটক ছিলেন সু চি।
আন্তর্জাতিক চাপের মুখে সু চির মুক্তির পর চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে ব্যাপক জয় লাভ করে সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর