ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে আবারও ভূমিকম্প, নিহত কমপক্ষে ৯জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মে ২৯, ২০১২
ইতালিতে আবারও ভূমিকম্প, নিহত কমপক্ষে ৯জন

ঢাকা: আবারো ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো ইতালির উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলীয় এমিলিয়া অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম।


এছাড়াও ধ্বংসস্তুপের নিচে অনেক ব্যক্তি চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
নিহতদের মধ্যে তিনজন মারা গেছেন সান ফেলিসে, দুইজন মিরানদোলা এবং একজন ক্যাভেজোতে। মঙ্গলবার সংঘটিত এই ভূমিকম্প ৫ দশমিক ৮ মাত্রার ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দশদিন আগেও একই এলাকায় আঘাত হানা অপর এক ভূমিকম্পে সাত জনের মৃত্যু হয়। এছাড়া এসময় ধ্বসে পড়ে বেশ কিছু ভবন। এগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিলো সাংস্কৃতিক দিক থেকে মূল্যবান শতাব্দী প্রাচীন ভবন।

মঙ্গলবার মিলান ও বোলেগোনা শহরেও কম্পন অনুভূত হয়। কম্পনের সময় মানুষ আতংকিত হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

স্থানীয় সময় ০৯০৩ ঘণ্টায় আঘাত হানে ভূমিকম্পটি। বোলোগোনার ৪০ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ট থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিলো । ভূমিকম্পের ফলে ইতালির উত্তরাংশের অনেক এলাকায় রেল যোগাযোগ ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।