ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, মে ২৯, ২০১২
আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

ঢাকা: আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফিকে হত্যা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ।

সার আল তাইফি আফগানিস্তানে তৎপরতা চালানো আল কায়েদার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন বলে দাবি করেছে ন্যাটো।

মঙ্গলবার ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আইসাফ এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফি ওরফে মুশতাককে হত্যা করা হয়েছে। রোববার কুনার প্রদেশের ওয়াতাহপুর জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় তাকে লক্ষ করে বিমান হামলা চালানো হয়। তিনি আফগানিস্তানে বিদেশী বংশোদ্ভুত যোদ্ধাদের পরিচালনা করতেন বলে জানায় তারা।
 
সার আল তাইফি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে দুই দেশেই অবাধে যাতায়াত করতেন বলে জানিয়েছে ন্যাটো। এছাড়াও তিনি আফগানিস্তানে বিদেশী বাহিনী ও সরকারের বিরুদ্ধে লড়াইরত যোদ্ধাদের জন্য অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করতেন বলে দাবি করে ন্যাটো।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।