ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মে ৩০, ২০১২
দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্য

ঢাকা : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, কলোরাডো এবং মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর হাজারখানেক কর্মী অবিরাম কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে ‍না।



নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইতিহাসে সবচে বড় দাবানল গ্রাস করেছে বিপুল এলাকাজুড়ে। ইতোমধ্যে অঙ্গরাজ্যের গিলা ন্যাশনাল ফরেস্টের এক লাখ ৫২ হাজার একর বন পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে এক হাজার একশ’ অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী এবং নয়টি হেলিকপ্টার অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন ফরেস্ট সার্ভিস।

প্রসঙ্গত, গত বছর এমন দাবানলে এ অঙ্গরাজ্যের পাঁচ হাজার একর বনভূমি পুড়ে যায়।
নিউ মেক্সিকোতে দাবানল বিস্তার লাভ শুরু করে গত ৯ মে থেকে। বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

এখনো পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া না গেলেও বিস্তীর্ণ এলাকার বাতাসে কালো ধোয়া ছড়িয়ে পড়ায় পরিবেশ স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আগুন পার্শ্ববর্তী অ্যারিজোনা অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কলোরাডোর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ১২ বর্গমাইল এবং মিশিগানের উত্তরাঞ্চলীয় উপদ্বীপের প্রায় ৩০ বর্গমাইল এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে। মিশিগানের প্রায় একশ’টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস।

এর মধ্যে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুকনো আবহাওয়া আর দমকা বাতাস সবচে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে সাম্প্রতিক বৃষ্টি অগ্নিনির্বাপক কর্মীদের কাজে কিছুটা সাহায্য করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।