ঢাকা : বিখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলান, নভোচারী জন গ্লেন, নোবেল বিজয়ী ঔপন্যাসিক টনি মরিসন এবং ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেসসহ ১৩ জনের হাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে সর্বপ্রথম স্বাধীনতা পদক দেওয়ার প্রথা চালু করেন। এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
যুদ্ধবিরোধী ও নাগরিক অধিকার সংরক্ষণ বিষয়ক গানের জন্য বব ডিলানের খ্যাতি বিশ্বজুড়ে। তার বিখ্যাত দু’টি গান-ব্লোয়িং ইন দ্য উইন্ড এবং দ্য টাইমস দে আর অ্যা চেঞ্জিং। গতানুগতিক লোকসঙ্গীতের ধারা থেকে বেরিয়ে ভিন্ন ধারার প্রবর্তনও তাকে খ্যাতি এনে দিয়েছে।
উপন্যাসে আফ্রিকান-আমেরিকানদের বাস্তব চিত্র সুনিপুন দক্ষতার সঙ্গে তুলে ধরার জন্য খ্যাত পেয়েছেন সাহিত্যিক টনি মরিসন। সং অব সলোমন এবং বিলাভেড তার দু’টি বিখ্যাত উপন্যাস।
স্বাধীনতা পদকপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট, বিচার বিভাগের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডোর, গুটিবসন্ত নির্মূল প্রচারকার্যের নেতা ও চিকিৎসক উইলিয়াম ফোজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি-আমেরিকানদের অন্তরীণ রাখার বিরোধিতাকারি গর্ডন হিরাবায়াশি (প্রয়াত), ন্যাশনাল ফার্মওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সহপ্রতিষ্ঠাতা ডোলোরস হুয়েরতা, জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক জ্যান কারস্কি (প্রয়াত), গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতা জুলিয়েট গর্ডন লো (প্রয়াত), মার্কিন উচ্চ আদালতের সাবেক বিচারক জন পল স্টিভেনস, বাস্কেটবল প্রশিক্ষক প্যাট সামিট।
রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর