ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সরিয়ে ফেলা হচ্ছে জ্যাকব জুমার বিতর্কিত পেইন্টিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মে ৩০, ২০১২
সরিয়ে ফেলা হচ্ছে জ্যাকব জুমার বিতর্কিত পেইন্টিং

ঢাকা: দক্ষিণ আফ্রিকার একটি আর্ট গ্যালারিতে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিতর্কিত পেইন্টিং প্রদর্শন করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার আপাতত অবসান ঘটেছে। জ্যাকব জুমার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ও সংশ্লিষ্ট আর্ট গ্যালারি গুডম্যানসের মধ্যে ছবিটি প্রদর্শন না করার ব্যাপারে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

পাশাপাশি আর্ট গ্যালারিটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে সম্মত হয়েছে ক্ষমতাসীন দলটি। উল্লেখ্য পেইন্টিংটিতে প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে একটি বিতর্কিত ভঙ্গিতে উপস্থাপন করা হয়। জুমার সমর্থকদের দাবি এতে প্রেসিডেন্টকে যৌন-উত্তেজক ভঙ্গিতে দেখানো হয়েছে।

প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারিতে ছবিটি উন্মুক্ত করার পরপরই দক্ষিণ আফ্রিকাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জ্যাকব জুমার সমর্থক ও তার রাজনৈতিক দল ক্ষমতাসীন আফ্রিকান কংগ্রেস পার্টি জ্যাকব জুমার মর্যাদাহানি করার জন্য সংশ্লিষ্ট আর্টগ্যালারি কর্তৃপক্ষকে দায়ী করে। তারা অবিলম্বে ছবিটি প্রত্যাহারের দাবি জানায়। অপর দিকে আর্ট গ্যালারি কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ আফ্রিকার সংবিধানে মত প্রকাশের পূর্নাঙ্গ স্বাধীনতা রয়েছে। তাই এ ছবি প্রত্যাহার করতে বাধ্য করা হলে তা হবে মত প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করা। এর প্রেক্ষিতে দেশটিতে শুরু হয় তুমুল বির্তক, মতপ্রকাশের স্বাধীনতা মানুষের মর্যাদাকে ক্ষুন্ন করার অধিকার রাখে কি না।

এদিকে সোমবার দক্ষিণ আফ্রিকার সিটি প্রেস সংবাদপত্র জানায় এএনসির আপত্তির কারণে তারা এই পেইন্টিংটিকে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে।

ছবিটির প্রদর্শনীর বিরুদ্ধে মঙ্গলবার শত শত ক্ষুব্ধ এএনসি সমর্থক ওই আর্ট গ্যালারির বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল ছবিটিকে হিংসাত্মক এবং অমর্যাদাকর হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং অন্যান্য সব জায়গা থেকে ছবিটি প্রত্যাহারের দাবি জানায়। ইতিমধ্যেই আর্ট গ্যালারিতে প্রদর্শনীর জন্য রাখা ‘দি স্পেয়ার’ নামের ওই ছবিটির ওপর গত সপ্তাহে কে বা কারা রং নিক্ষেপ করে বিকৃত করে। ধারণা করা হয় জ্যাকব জুমার কোনো ক্ষুব্ধ সমর্থক এ কাণ্ড ঘটিয়েছে।

উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী প্রদর্শনী থেকে সরানোর পাশাপাশি আর্ট গ্যালারি গুডসম্যানসের ওয়েবসাইট থেকেও ছবিটি সরানো হয়। এর বিপরীতে তাদের বিরুদ্ধে নেওয়া আইনী ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছে এএনসি কর্তৃপক্ষ।

লাল, হলুদ এবং কালো রংয়ের অ্যাক্রিলিক এই পেইন্টিংয়ে জ্যাকব জুমাকে সাবেক সোভিয়েত নেতা লেনিনের একটি ভঙ্গিতে উপস্থাপন করা হয়।

উভয়পক্ষের সমঝোতা উপলক্ষে আয়োজিত একটি যৌথ সংবাদসম্মেলনে এএনসির মুখপাত্র জ্যাকসন থেমবু বলেন, ‘মনে হয় আমাদের আইনী ব্যবস্থা নেওয়া উচিৎ হবে না। বরং আমাদের সরাসরি কথা বলা উচিৎ। ’ অপরদিকে গুডম্যান গ্যালারির পরিচালক লিজা এসারস বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা ও দক্ষিণ আফ্রিকার সংবিধান উভয়ের ওপরই আমাদের আস্থা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।