ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার হুলা হত্যাকাণ্ড: ১৩ মৃতদেহ নিয়ে বিব্রত পর্যবেক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ৩০, ২০১২
সিরিয়ার হুলা হত্যাকাণ্ড: ১৩ মৃতদেহ নিয়ে বিব্রত পর্যবেক্ষকরা

ঢাকা : সিরিয়ার হোমস শহরের হুলা শহরে ‍সাম্প্রতিক সহিংসতায় নিহতদের মধ্যে ১৩টি মৃতদেহ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। এসব মৃতদেহগুলোর হাত বাঁধা এবং খুব কাছ থেকে গুলি করে এদের হত্যা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।



পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বুধবার বলেছেন, হাত বাঁধা অবস্থায় ১৩টি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহগুলোর হাত পিছমোড়া করে বাঁধা। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে কেউ তাদের মাথায় গুলি করেছে।

গত শুক্রবার হুলা শহরে ব্যাপক সহিংসতায় ২৯ শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়। এ ঘটনার জন্য বিদ্রোহীরা সরকারি বাহিনীকেই দায়ী করে। কিন্তু সরকার এর জন্য দায়ী করে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’।

এ ব্যাপারে সোমবার রাশিয়া বলেছে, হুলা ঘটনায় সরকার ও বিদ্রোহী উভয়পক্ষেরই দোষ রয়েছে। অনেককে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তখন দাবি করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ রাশিয়া সফরে গেলে মস্কোতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন লাভরভ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।