ঢাকা: ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জেরে এবার গ্রেফতার হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক শীর্ষ গণমাধ্যম উপদেষ্টা অ্যান্ডি কুলসন।
স্কটিশ পুলিশ বুধবার জানিয়েছে, তথ্য পেতে ফোনে আড়িপাতা ও কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে গ্রেফতার করা হয়েছে।
গ্লাসগোর হাইকোর্টে পরিচালিত একটি মামলায় মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে তাকে লন্ডনে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সাবেক পত্রিকার সঙ্গে ফোনে আড়িপাতা কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রমাণ মিললে ২০১১ সালে প্রধানমন্ত্রীর যোগাযোগ পরিচালকের পদে থেকে ইস্তফা দেন কুলসন।
ফোনে আড়িপাতার ঘটনা প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৭ জুলাই নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ ইন্টারন্যাশনালের একটি ট্যাবলয়েড এটি।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর