ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোয়ন নিশ্চিত করলেন মিট রমনি। রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোয়ন লাভের পথে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া টেক্সাস প্রাইমারিতে নিরঙ্কুশ জয়লাভ করেন তিনি।
টেক্সাস প্রাইমারিতে জয়লাভের মাধ্যমে রিপাবলিকান প্রার্থিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন অর্জন করেন রমনি। ফলাফল ঘোষণার পরপরই দেওয়া এক বিবৃতিতে রমনি বলেন ,টেক্সাসের ১৫৫ জন ডেলিগেটের সমর্থন নিয়ে প্রার্থিতা নিশ্চিত হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন।
রমনি টেক্সাসে এসেছিলেন ১ হাজার ৮৬ জন ডেলিগেটের সমর্থন নিয়ে। প্রার্থিতা নিশ্চিত করতে তার প্রয়োজন ছিলো মোট ১ হাজার ১৪৪ জনের সমর্থন। টেক্সাসে মাত্র ৫৮ জনের সমর্থনেই এটি অর্জন করতেন তিনি। কিন্তু মঙ্গলবারের প্রাইমারিতে নিরঙ্কুশ সমর্থন লাভের মাধ্যমে তিনি ১ হাজার ১৮৩ জন ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেন।
যদিও প্রতিযোগিতা থেকে মূল প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম ও নিউট গিংগ্রিচের প্রস্থানের কারণে রমনির মনোয়ন এখন নিশ্চিত, তবে আগামী আগস্ট মাসে ফ্লোরিডায় টাম্পায় অনুষ্ঠেয় রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের আগে দলীয়ভাবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না বলে জানা গেছে।
প্রতিদ্বন্দ্বিতায় রমনির বিরুদ্ধে টিকে থাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসে টেক্সাসের প্রতিনিধি রন পল গত ১৪ মে স্বীকার করেন তার পক্ষে আর বেশি দূর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবুও তার সমর্থকরা রাজ্যে রাজ্যে ডেলিগেটদের সমর্থন পেতে কাজ করে যাচ্ছিলেন।
রমনি রিপাবলিকান প্রার্থিতা নিশ্চিত করতে সক্ষম হলেও নভেম্বরে তার জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে দায়িত্বরত প্রেসিডেন্টকে নির্বাচনে পরাজিত করা খুবই কঠিন একটি কর্ম হিসেবে বিবেচিত তার ওপর ক্যারিশমাটিক বারাক ওবামার বিরুদ্ধে রমনিকে দেখা হচ্ছে আন্ডার ডগ হিসেবে। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক দুরাবস্থার কারণে উভয় প্রার্থীর মধ্যে জনসমর্থনের পার্থক্য ধীরে ধীরে কমে আসছে যা রমনিকে নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী করে তুলছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর