ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিরিয়ার বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, মে ৩১, ২০১২
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিরিয়ার বিদ্রোহীদের

ঢাকা: সিরিয়াতে সিহংসতা বন্ধে জাতিসংঘ ও আরব লিগের যুদ্ধ বিরতি পরিকল্পনা মেনে না চলার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী সেনাদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) যুদ্ধ বিরতি মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।



গত শুক্রবার হোমস প্রদেশের হুলা শহরে নৃশংস হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ সিরিয়াতে সহিংসতা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

যুদ্ধ বিরতির জন্য সরকারকে দেওয়া আল্টিমেটামের ব্যাপারে এফএসএ’র কর্নেল কাসিম সাদউদ্দিন বলেছেন, ‘আগামী শুক্রবার দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে ‘শান্তি পরিকল্পনা মেনে চলতে আর বাধ্য না থাকার’ বিষয়টি বিবেচনা করবে এফএসএ। ’

সিরিয়াতে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেনা বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান করা হয়েছে।

এদিকে গত বুধবার দির ‌আল জুরে পাওয়া ১৩টি মৃতদেহ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে সিরিয়াতে জাতিসংঘ পর্যবেক্ষকরা। মৃতদেহগুলোর হাত পিছমোড়া করে বাঁধা আর এতে প্রতীয়মান হয়, তাদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ ওই শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন।

এ কারণে হুলা হত্যাকাণ্ডের জন্য সরকার ও বিরোধী উভয়পক্ষ দায়ী রাশিয়ার এমন দাবিই প্রতিষ্ঠিত হচ্ছে।

বুধবারের এ ঘটনার পরেই এফএসএ’র পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হল। ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে কর্নেল সাদউদ্দিন বলেন, ‘সরকারকে অবশ্যই দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং একই সঙ্গে শহর ও গ্রাম থেকে ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও সেনা প্রত্যাহার করতে হবে। ’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত সব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে। সব বন্দিকে মুক্তি দিতে হবে। ‍সিরিয়ার জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে জাতিসংঘের মাধ্যমে বাস্তবানুগ ও আন্তরিকতা সহকারে সমঝোতায় আসতে হবে। ’

তবে ফ্রি সিরিয়ান ‍আর্মি সরকারকে কড়াকড়ি আল্টিমেটাম দিলেও তা সরকারকে কতোটা প্রভাবিত করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ এ সংগঠনটির হাতে খুব নিম্নমানে অস্ত্রশস্ত্র আছে। সরকারের ভারী অস্ত্র ও ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা তাদের নেই। আর সরকার বিরোধী জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ট নয় বলেই জানা যায়।

তবে তারপরও এফএসএ সিরিয়ার অনেক শহর নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে দেশের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।