ঢাকা: ভারতের নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল বিক্রম সিং। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান জেনারেল ভিকে সিংয়ের স্থলাভিষিক্ত হলেন।
ভারতীয় সেনা বাহিনী সূত্রে জানা যায়, বিক্রম সিং ১৯৭২ সালের ৩১ মার্চ শিখ লাইট ইনফেন্ট্রি রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির একজন মেধাবী ক্যাডেট হিসেবে তাকে চিনত তার বন্ধুরা আর সেনা বাহিনীতে অত্যন্ত চৌকস কর্মকর্তা হিসেবে চেনেন তার সহকর্মীরা।
সেনা বাহিনীর হাইয়ার কমান্ড কোর্স সম্পন্ন করার পর বিক্রম সিং মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেনা সদরদপ্তরে অনেক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বিক্রম সিং।
প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের মেধাবী ছাত্র বিক্রম সিংয়ের ডাক্তার হওয়ার কথা থাকলেও ১৯৬২ ওথওক ১৯৬৫ যুদ্ধ তাকে দারুণভাবে প্রভাবিত করে। ১৯৬৮ সালে তিনি ভর্তি হন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। দুর্দমনীয় আগ্রহ নিয়ে সেনা বাহিনীতে এসে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন এক সময় ডাক্তার হতে চাওয়া বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর